শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

পিএসজিতে রামোস

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪৭ জন নিউজটি পড়েছেন
পিএসজিতে রামোস

রিয়াল মাদ্রিদ কিংবদন্তি সার্জিও রামোসের পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো বলছে, রামোস এবং পিএসজি দু’পক্ষই চুক্তিতে সম্মত হয়েছে। ২০২৩ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।

জানা গেছে, এরমধ্যে রামোসের ভাই ও তার এজেন্ট রেনে প্যারিসে গিয়েছেন পিএসজির সঙ্গে বৈঠক করতে। আলোচনা সফল হয়েছে বলেও দাবি করছে কয়েকটি গণমাধ্যম।

২ বছরের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন রামোস। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ক্লাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হবে বলে জানা গেছে।

জুনে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদ ছাড়ার ঘোষণা দেন রামোস। ক্লাবের দেয়া প্রস্তাব মানতে চাইলেও, মেয়াদ শেষ বলে তাকে জানিয়ে দেয় মাদ্রিদের ক্লাবটি। ফলে ১৬ বছর পর রিয়াল মাদ্রিদ ছাড়তে হয় এই ডিফেন্ডারকে।

বর্তমানে একা একাই অনুশীলন চালিয়ে যাচ্ছেন রামোস। পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। সেই চ্যালেঞ্জটি হতে যাচ্ছে ফ্রান্সের লিগ ওয়ান।

পিএসজি রামোসকে দলে ভেড়াতে চাইলেও গত মৌসুমের তার ইনজুরির বিষয়টি নিয়ে বেশ চিন্তায় ছিল। কারণ ইনজুরির কারণে গত মৌসুমে রিয়ালের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেন নি রামোস। বাদ পড়েন স্পেনের ইউরো চ্যাম্পিয়নশিপের একাদশ থেকেও।

এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি তার দিকে হাত বাড়িয়েছে বলে গুঞ্জন ওঠে। তবে তার উচ্চ বেতনভাতার কথা চিন্তা করে পিছিয়ে যায় তারা।

পিএসজিতে সাবেক রিয়াল সতীর্থ কেইলর নাভাস, অ্যাঞ্জেল ডি মারিয়া, স্পেন দলের সতীর্থ অ্যান্ডার হেরেইরা ও পাবলো সারাবিয়াকে পাচ্ছেন রামোস। এছাড়া বার্সেলোনায় খেলা ব্রাজিলিয়ান তারকা নেইমারও বরাবরই রামোসের প্রশংসায় পঞ্চমুখ। সবমিলিয়ে সেখানে ভালো সঙ্গ পাবেন রামোস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English