বর্ষা মানেই স্যাঁতস্যাঁতে ভেজা আবহাওয়া। বৃষ্টির দিনগুলোতে চামড়ার ব্যাগ-বেল্ট-জুতায় ফাঙ্গাস ধরে যায়। এতে সহজেই নষ্ট হয়ে যায় চামড়ার অনেক দামী জিনিস। তাই বর্ষার বৃষ্টির দিনগুলোতে চামড়ার ব্যাগ-জুতার যত্ন নেওয়া খুব দরকার।
১.বেল্ট, ব্যাগ ব্যবহার করে ঘরে ফিরে এসে এমনিতেই রেখে দেবেন না। বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকায় ফাঙ্গাস ধরার আশঙ্কা থাকে। তাই বাড়ি এসে আগে সেগুলো শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিন, যাতে কোনো ভেজা ভাব না থাকে।
২.বৃষ্টিতে ভেজা জুতা ঠিকঠাক শুকাতে দিন। না হলে শুধু ফাঙ্গাস না, দুর্গন্ধও হবে। বাইরে থেকে ফিরে বদ্ধ স্থানে জুতা রাখবেন না। বারান্দায় খোলা স্থানে রাখবেন। এতে বাতাস লাগবে। খেয়াল রাখবেন, বৃষ্টিতে যেনো আবার ভিজে না যায়। ভেজা জুতা ঠিকঠাক না শুকালে অনেক সময় জুতা ফেটে যায় বা জুতা বেঁকে যাওয়ার আশঙ্কাও থাকে।
৩.চামড়ার জিনিসে সরাসরি রোদ লাগাবেন না। অতিরিক্ত তাপমাত্রায় চামড়ার ক্ষতি হয়। তাই বর্ষায় চামড়ার জিনিস ভালো রাখতে হবে ভেবে সেগুলো ভুলেও রোদে দেবেন না।
৪.জুতা নিয়মিত পালিশ করা দরকার। পালিশ করলে চামড়ার জিনিস বাতাসের আর্দ্রতা থেকেও বাঁচে। চামড়ার যেকোনো জিনিসই যদি নিয়মিত পালিশ করেন, তাহলে অনেক দিন ভালো থাকবে।
৫.ধুলা বা ময়লা জমতে দেবেন না চামড়ার ব্যাগে। প্রতিদিন বাড়ি ফিরে কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিন। হালকা ব্রাশ দিয়ে প্রতিদিন ব্যাগ ঝেড়ে নিতে পারেন।