মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম হলো মুশফিকুর রহিমের দ্বিতীয় বাড়ি। কিন্তু গত চার মাস ঢাকায় থাকার পরও প্রিয় এই মাঠে যেতে পারেননি তিনি। কারণটা সবার জানা, করোনাভাইরাস।
তবে কঠিন এই সময়টাতে উত্তরায় বাসার সামনের রাস্তায়, গ্যারেজে, এমনকি ঘরের ভেতর উইন্ডমিলে শরীরচর্চা করে মন ভরছিল না তার। তাই তো জুনের শুরুতে বিসিবির কাছে অনুমতি চেয়েছিলেন শেরেবাংলায় অনুশীলনের। কিন্তু অনুমতি পাননি।
গতকাল ব্যক্তিগত কাজে মিরপুর গিয়েই শেরেবাংলার সবুজ চত্বরে ছবি তুলে পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে ক্যাপশন দেন, ‘অসাধারণ এই ভেন্যুকে মিস করছি… কেবল সর্বশক্তিমানই জানেন আবার আমরা কবে অনুশীলন শুরু করতে পারব।