শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

মোদির মন্ত্রিসভায় শপথ নেবেন যে ৪৩ জন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৫৩ জন নিউজটি পড়েছেন
বাংলাদেশের প্রসঙ্গ তুলে চীনকে কটাক্ষ মোদির

ভারতের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল হচ্ছে। আজ বুধবার সন্ধ্যায় ৪৩ জন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেবেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশাসনকে নতুন করে পুনর্গঠন করার চেষ্টার অংশ হিসেবে মন্ত্রিসভায় এই রদবদল হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় যারা জায়গা পাচ্ছেন, তাদের একটি তালিকা প্রকাশ করেছে । সেই তালিকা নিচে দেওয়া হলো :

১. নারায়ণ রানে

২. সর্বানন্দ সোনোয়াল

৩. বীরেন্দ্র কুমার

৪. জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া

৫. রামচন্দ্র প্রসাদ সিং

৬. অশ্বিনী বৈষ্ণব

৭. পশুপতি পরশ

৮. কিরেন রিজিজু

৯. রাজ কুমার সিং

১০. হরদীপ সিং পুরি

১১. মনসুখ মান্দাভিয়া

১২. ভূপেন্দ্র যাদব

১৩. পুরুষোত্তম রুপালা

১৪. কিশান রেড্ডি

১৫. অনুরাগ সিং ঠাকুর

১৬. পঙ্কজ চৌধুরী

১৭. অনুপ্রিয়া সিং প্যাটেল

১৮. সত্য পাল সিং বাঘেল

১৯. রাজীব চন্দ্রশেখর

২০. শোভা করনদলাজে

২১. ভানু প্রতাপ সিং ভার্মা

২২. দর্শনা বিক্রম জর্দোশ

২৩. মীনাক্ষী লেখি

২৪. অন্নপূর্ণা দেবী

২৫. এ নারায়ণস্বামী

২৬. কৌশল কিশোর

২৭. অজয় ভাট

২৮. বি এল ভার্মা

২৯. অজয় কুমার

৩০. চৌহান দেবসিং

৩১. ভাগওয়ানথ খুবা

৩২. কপিল মোরেশ্বর পাতিল

৩৩. প্রতীমা ভৌমিক

৩৪. ডিআর সুভাষ সরকার

৩৫. ভাগবত কিশানরাও করাদ

৩৬. রাজকুমার রঞ্জন সিং

৩৭. ভারতী প্রবীণ পাওয়ার

৩৮. বিশ্বেশ্বর টুডু

৩৯. শান্তনু ঠাকুর

৪০. মুঞ্জাপাড়া মহেন্দ্রভাই

৪১. জন বারলা

৪২ এল মুরুগান

৪৩. নিশিত প্রামাণিক

মহামারি করোনাভাইরাস সংকট মোকাবিলা, পণ্যের দাম বৃদ্ধিসহ বিভিন্ন বিভাগে মোদি সরকার তীব্র সমালোচনার মুখে পড়েছে। এরই ধারাবাহিকতায় এই রদবদল হচ্ছে।

এই রদবদলকে সামনে রেখে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে এরই মধ্যে পদত্যাগ করেছেন। পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী পোখরিয়াল নিশাঙ্ক ও শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারও। এরই মধ্যে ডজনখানেক মন্ত্রী–প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আজ বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন একদল মন্ত্রী–প্রতিমন্ত্রী শপথ নেবেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English