শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক পরিচালক আটক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ৫৯ জন নিউজটি পড়েছেন
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক পরিচালক আটক

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক কারিগরি–বিষয়ক পরিচালক রবার্তো ফেরিইরা দিয়াসকে স্থানীয় সময় গতকাল বুধবার আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে টিকা নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্তের পর পার্লামেন্টের তদন্ত কমিটি (সিপিআই) তাঁকে আটক করেছে। খবর রয়টার্সের।

করোনাভাইরাসের ভারতীয় টিকা কোভ্যাক্সিন সংগ্রহে ঘুষ নিতে চাওয়ার অভিযোগে গত সপ্তাহে রবার্তো দিয়াসকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরখাস্ত করা হয়। তবে রবার্তো এই অভিযোগ অস্বীকার করেন।

দিয়াসের বিরুদ্ধে সিনেটের তদন্তে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তোলেন সিনেটর ওমর আজিজ। তাঁর নির্দেশে দিয়াসকে আটক করা হয়। দিয়াসকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিজ্ঞাসাবাদ করবে কি না, তা স্পষ্ট নয়।

টিকা সংগ্রহে দিয়াসের ঘুষ চাওয়া ইস্যুতে ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর ভূমিকা নিয়ে তদন্ত চালানোর অনুমোদন দিয়েছেন সুপ্রিম কোর্ট। বলসোনোরো অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।

সিনেটর ওমর আজিজ টুইটে বলেছেন, কাউকে আটক করার সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। করোনাভাইরাস মহামারিতে দেশে ৫ লাখ ২৭ হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এ অবস্থায় মানুষ টিকা নিয়ে দুর্নীতি করছে। কমিশন ব্রাজিলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায়। তিনি আরও বলেন, ‘ঘুষ চান, এমন সরকারি কর্মকর্তার কথা আমরা শুনবো না। যাঁরা এ ধরনের দুর্নীতি করবেন, তাঁদের একই পরিণতি হবে।’

টিকাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি লুইজ পাওলো ডোমিনগুয়েত্তি দিয়াসের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ তোলেন।

ন্যাশনাল কংগ্রেস অব ব্রাজিলের সিনেটররা দিয়াসের আটকের বিষয়টি পুনর্বিবেচনার জন্য সিনেটর আজিজের প্রতি অনুরোধ জানান। তবে আজিজ জানান, তাঁর সিদ্ধান্ত বদলাবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English