শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

অনিচ্ছা সত্ত্বেও বিএনপির অপপ্রচার-মিথ্যাচারের জবাব দিতে হয়: কাদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৪১ জন নিউজটি পড়েছেন
ইউএনওর বাসায় হামলাকারীদের আইনের আওতায় আনা হবে

অনিচ্ছা সত্ত্বেও বিএনপি নেতাদের বক্তব্যের কাউন্টার দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপির অপপ্রচার ও মিথ্যাচারের জবাব অনিচ্ছা সত্ত্বেও দিতে হয়। তা না হলে জনগণ তাদের মিথ্যাচারকেই সত্য বলে ধরে নিবে।’

শুক্রবার (৯ জুলাই) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার সরকার দিনরাত জনকল্যাণে কাজ করছে। আর বিএনপি দেশ ও জাতির দুর্যোগকালে তাদের দায়িত্বশীলতা ভুলে গিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছে।’

আওয়ামী লীগ দোষারোপের রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘পাল্টা-পাল্টি বক্তব্য দেয়ার মানসিকতাও আওয়ামী লীগ পোষণ করে না। এখন রাজনীতি হচ্ছে মানুষের সুরক্ষার পাশাপাশি অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু বিএনপি করোনাকালেও প্রতিদিন সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে।’

নেতিবাচক রাজনীতির কারণে নির্বাচন ও আন্দোলনে বিএনপির ব্যর্থতা স্পষ্ট উল্লেখ করে কাদের বলেন, ‘তাদের মেরুদণ্ড ভেঙে গেছে এবং সংগঠন দুর্বল হয়ে গেছে। তাই অনেকেই মনে করেন- বিএনপি শেষ হয়ে গেছে।’

বিএনপি সাংগঠনিক ভাবে দুর্বল হতে পারে কিন্তু আওয়ামী লীগ বিরোধী বলয় হিসেবে তারা মোটেই দুর্বল নয় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এ দেশের রাজনীতিকে কলুষিত করতে জনগণ ও দেশের সম্পদ ধ্বংস এবং লুণ্ঠনে বিএনপি নেতৃত্বাধীন শক্তি এখনো সক্রিয়।’

মন্ত্রী বলেন, ‘যে কোনো দুর্যোগ ও সংকটে নিরাপদ দূরত্বে অবস্থান করে মিডিয়ায় ঝড় তোলা বিএনপির স্বভাব। করোনাকালেও এর ব্যতিক্রম ঘটেনি।’

শেখ হাসিনা সরকার যখন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে জনগণের জীবন-জীবিকার সুরক্ষায় অবিরাম কাজ করে যাচ্ছেন, তখন বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে পাঁচ দফা প্রস্তাব দিয়েই তাদের দায়িত্ব শেষ করেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘বিএনপি এরপরে একদিন বলতে শুরু করবে- সরকার বিএনপির পাঁচ দফা প্রস্তাব মানলে পরিস্থিতির আরো উন্নতি ঘটতো। কিন্তু বাস্তবতা হলো- বিএনপির কথিত এসব প্রস্তাবের অধিকাংশই ইতোমধ্যেই সরকার বাস্তবায়ন করেছে এবং কিছু বাস্তবায়নাধীন আছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারকে পরামর্শ দিলেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিজেদের দায়িত্ব কী তা নিয়ে একটি কথাও বলেনি। বিএনপি দেশের এ সংকটে মানুষের পাশে তো দাঁড়ায়ইনি, স্বাস্থ্যবিধি সম্পর্কে ন্যূনতম কোনো সচেতনতামূলক ক্যাম্পেইন করতেও দেখা যায়নি।’

দুর্যোগ কিংবা সংকটে জনগণ থেকে দূরে সরে উট পাখির মত বালিতে মাথাগুঁজে রাখার নীতিই বিএনপির রাজনীতি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘করোনাকালেও তারা সেই নীতি অনুসরণ করছে। অপরদিকে, শেখ হাসিনা সরকার জনগণের সঙ্গে ছিল, আছে এবং থাকবে।’

ওবায়দুল কাদের মহামারি থেকে উত্তরণ ও জনগণের জীবন-জীবিকার সুরক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐকবদ্ধ হয়ে অদৃশ্য শত্রু মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English