ভারতে করোনাভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও গত ২৪ ঘণ্টায় আবারও মৃত্যুর হার বেড়েছে। শনিবার (১০ জুলাই) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সংবাদে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ২০৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ৪২ হাজার ৭৭৬ জন আক্রান্ত হয়েছেন।
জুলাইয়ের শুরুতে দেশটিতে করোনায় মৃত্যুর হার কিছু নিয়ন্ত্রণে থাকলেও দ্বিতীয় সপ্তাহে তা আবার লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে। তবে করোনা নিয়ন্ত্রণে গণহারে টিকা কার্যক্রম শুরু করেছে দেশটি। প্রতিদিন প্রায় ৩ লাখের অধিক মানুষকে করোনার টিকা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে।
সূত্র: এনডিটিভি