নভেল করোনাভাইরাস মহামারীর সংকট কাটিয়ে ঊর্ধ্বমুখী ধারায় ফিরছে রাশিয়ার অর্থনীতি। পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক হতে শুরু করায় দেশটিতে বাড়ছে ভোজ্যতেলের চাহিদা। ফলে পাম অয়েল আমদানি বাড়িয়েছে ইউরোপের বৃহত্তম এ দেশ। রাশিয়ার ফেডারেল কাস্টসম সার্ভিস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি-মে পর্যন্ত রাশিয়া সব মিলিয়ে ৪ লাখ ২৩ হাজার ১০০ টন পাম অয়েল আমদানি করে। গত বছরের একই সময়ের তুলনায় পণ্যটির আমদানির হার ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। আমদানীকৃত এসব পাম অয়েলের বাণিজ্যিক মূল্য দাঁড়িয়েছে ৪৩ কোটি ৭২ লাখ ডলার। মূল্যের ভিত্তিতে আমদানি গত বছরের প্রথম পাঁচ মাসের তুলনায় ৩৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে।
ফেডারেল কাস্টসম সার্ভিসের বরাত দিয়ে কৃষিপণ্য পরামর্শবিষয়ক প্রতিষ্ঠান এপিকে ইনফর্ম জানায়, এ বছরের প্রথম পাঁচ মাসে পাম অয়েল আমদানি বাড়লেও কমেছে রাশিয়ার সয়াবিন আমদানি। এ সময় দেশটি ৭ লাখ ৫৬ হাজার ৬০০ টন সয়াবিন আমদানি করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ কম। সব মিলিয়ে ৪৬ কোটি ২৫ লাখ ডলারের সয়াবিন আমদানি করা হয়েছে।