শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

করোনা আক্রান্ত লেয়া সিদু, কান উৎসবে অংশগ্রহণ নিয়ে শঙ্কা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৫৪ জন নিউজটি পড়েছেন
করোনা আক্রান্ত লেয়া সিদু, কান উৎসবে অংশগ্রহণ নিয়ে শঙ্কা

কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরে মূল প্রতিযোগিতা বিভাগের ২৪টি চলচ্চিত্রের মধ্যে ৩টিতে কাজ করেছেন ফরাসি অভিনেত্রী লেয়া সিদু। কিন্তু করোনা পজেটিভ হওয়ায় এই আয়োজনে হয়তো অংশই নেয়া হবে না তার। প্যারিসে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি।

জানা গেছে, তিনি করোনা টিকার দুই ডোজ নেয়া সত্ত্বেও শেষ পর্যন্ত আক্রান্ত হলেন। তবে এই অভিনেত্রীর মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি। লেয়া সিদু অভিনীত ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফ্রেঞ্চ ডিসপাচ’, ইলদিকো আনিয়েদির ‘দ্য স্টোরি অব মাই ওয়াইফ’ এবং ব্রুনো দুমোর ‘ফ্রান্স’ স্বর্ণ পাওয়ার জন্য লড়ছে। এছাড়া প্রতিযোগিতা বিভাগের বাইরে রয়েছে আরনো দিপ্লিশাঁর ‘ডিসিপশন’। জানা গেছে, লেয়া সিদু তার কান ভ্রমণ বাতিলও করতে পারেন।

আবার চিকিৎসকদের অনুমতি পেলে কান উৎসবে অংশও নিতে পারেন বলেও শোনা যাচ্ছে। ২০১৩ সালে ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’ ছবির সুবাদে কান উৎসবে সেরা অভিনেত্রী হয়েছিলেন তিনি। এবার করোনা পরিস্থিতিতেই বিশ্বের সবচেয়ে মর্যাদাকর এই চলচ্চিত্র উৎসবে সশরীরে অংশগ্রহণ করছেন তারকা, কলাকুশলী ও সংবাদকর্মীরা। সংক্রমণ এড়াতে কঠোর স্বাস্থ্যবিধিও মেনে চলা হচ্ছে। অংশগ্রহণকারীরা বিনামূল্যে নমুনা পরীক্ষা করাতে পারছেন। এদিকে করোনা হানা দেয়ায় কান উৎসব বন্ধ হয়ে যেতে পারে বলেও গুঞ্জন উঠেছে। তবে উৎসবটির পরিচালক থিয়েরি ফ্রেমো এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, আমরা সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে উৎসবটি করছি। কান মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার সংবাদ ভিত্তিহীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English