বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

ক্যাটল স্পেশাল ট্রেনে রাজধানীতে আনা হলো ৮০০ গরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৫০ জন নিউজটি পড়েছেন
ক্যাটল স্পেশাল ট্রেনে রাজধানীতে আনা হলো ৮০০ গরু

নভেল করোনাভাইরাসের মহামারির মধ্যে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহণের সুবিধার কথা বিবেচনায় বাংলাদেশ রেলওয়ে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সার্ভিস চালু করেছে। আজ রোববার সকাল ৮টা ৫ মিনিটে ক্যাটল স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে নয়টি ওয়াগনে ৯৭টি গরু কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। এতে করে ভাড়া বাবদ ৬৮ হাজার ৩৮০ টাকা আয় করেছে রেলওয়ে।

‘ক্যাটল স্পেশাল ট্রেন’ সেবার আওতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনের মাধ্যমে পশু পরিবহণের ব্যবস্থা করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০টি গরু নিয়ে আরও একটি স্পেশাল ট্রেন রবিবার ঢাকায় আসার কথা রয়েছে।

এ ছাড়া জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০ গরু এবং দেওয়ানগঞ্জ বাজার থেকে ২১টি ওয়াগনে ৩০৬ গরুসহ মোট ৭০৬টি গরু এবং ২০টি ছাগল দুটি বিশেষ ট্রেনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে আজ বেলা সাড়ে ১১টায় পৌঁছায়।

এ দুটি স্পেশাল ট্রেনের ভাড়া বাবদ তিন লাখ ৬৭ হাজার টাকা আয় করেছে রেল কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English