শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

অধিনায়ক তামিমের ‘প্রথম’ সেঞ্চুরি

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৫৭ জন নিউজটি পড়েছেন
অধিনায়ক তামিমের ‘প্রথম’ সেঞ্চুরি

ওয়ানডে দলের অধিনায়কত্ব পাওয়ার পর এ সংস্করণে ১০ ম্যাচ খেলে ফিফটি করেছেন চারবার। এ সময়ে টেস্টেও দুবার নব্বইয়ের ঘরে আউট হয়ে থেমেছে তামিমের ইনিংস।

সেঞ্চুরি ধরা দিচ্ছিল না। তামিম ইকবালের সেই অপেক্ষা আজ ফুরোল। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে আজ শেষ ম্যাচে সেঞ্চুরির দেখা পেলেন ওয়ানডে অধিনায়ক।

জিম্বাবুয়ের করা ২৯৮ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ইনিংসের ৩০তম ওভারে সেঞ্চুরি তুলে নেন তামিম। তেন্দাই চাতারার ফুল লেংথ বল ড্রাইভে চার মেরে তামিম পেয়ে যান ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি।

তিন অঙ্কে পৌঁছাতে মাত্র ৮৭ বল খেলেছেন, মেরেছেন ৮টি চার ও ৩টি বিশাল ছক্কা। জাতীয় দলের অধিনায়ক হিসেবে এটাই প্রথম সেঞ্চুরি তামিমের।

ফিফটি করতে তামিমের লেগেছিল ৪৬ বল। পরের পঞ্চাশ করতে লাগল ৪১ বল। তামিমের ওয়ানডে ক্যারিয়ারে দ্রুততম সেঞ্চুরি ছিল এটি। আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের সর্বশেষ সেঞ্চুরি এসেছে এই জিম্বাবুয়ের বিপক্ষেই—গত বছর মার্চে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।

সেঞ্চুরি করার পর ম্যাচ শেষ করে আসার সুযোগ ছিল তামিমের। কিন্তু ডোনাল্ড তিরিপানোর অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে কট বিহাইন্ড হন তিনি, ৯৭ বলে ১১২ রানে থেমেছে তামিমের ইনিংস। বাংলাদেশ দলের তখন জিততে দরকার ছিল ৯৫ বলে ৯৫ রান।

জিম্বাবুয়ে সফরে তামিম খেলছেন চোটের সঙ্গে লড়ে। হাঁটুর চোটের কারণে সফরের একমাত্র টেস্টে খেলতে পারতে পারেননি। যে চোট, তাতে ওয়ানডেও খেলার কথা না তামিমের। কিন্তু ওয়ানডে সিরিজের ম্যাচগুলো আইসিসি ওয়ানডে সুপার লিগের বলেই ঝুঁকি নিয়ে খেলছেন তিনি।

প্রথম দুই ম্যাচে ভালো সূচনা করলেও ইনিংস লম্বা হচ্ছিল না। আজ আগের দুই ম্যাচের ভুল করেননি এই অভিজ্ঞ ব্যাটসম্যান। সেঞ্চুরিতে বাংলাদেশ দলকে গড়ে দিলেন জয়ের ভিত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English