বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

মোবাইল কোর্ট শুরুর পর যান চলাচল কম !

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪৩ জন নিউজটি পড়েছেন
মোবাইল কোর্ট শুরুর পর যান চলাচল কম !

রাজধানীর তাঁতিবাজার মোড়ে আজ সোমবার (২৬ জুলাই) সকাল ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালতের নির্ধারিত অভিযান ছিল। নির্ধারিত সময়ের কিছুটা সময় আগেই কার্যক্রম শুরু হয়। ঘণ্টাখানেকের অভিযানে বিনা কারণে যানবাহন নিয়ে বা মাস্ক ছাড়া বাইরে বের হওয়াসহ বিভিন্ন অপরাধে ২০ জনকে জরিমানা করা হয়।

কিন্তু এ সময়ের মধ্যেই তাঁতীবাজার মোড় দিয়ে যান চলাচল কমে আসে। এরপরও যেসব যানবাহন চলছিল সেগুলো উপযুক্ত কারণ দেখিয়ে চলে যাচ্ছিল। এরপর কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আপাতত মোবাইল কোর্ট বন্ধ করেন। বিকেলে আবার অভিযান পরিচালনা করবেন বলে স্থান ত্যাগের প্রস্তুুতি নেন।

সকাল সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আকতারুজ্জামান বলেন, ‘সকাল থেকেইে র‌্যাব-১০ এর সহযোগিতায় মোবাইল কোর্টের কার্যক্রম চলছে। তাঁতীবাজার ও আশপাশের এসব এলাকা ব্যবসা অধ্যুষিত। পাশেই ওষুধের পাইকারি বাজার মিটফোর্ড। অভিযানকালে দেখা গেছে, বেশিরভাগ মানুষই ওষুধের দোকানের মালিক ও কর্মচারি বা ওষুধ কিনতে এসেছে। কেউ হাসপাতালে এসেছে। ডকুমেন্ট দেখে তাদের ছেড়ে দেয়া হয়। কোনো কোনো ব্যবসায়ী এলসি বা ব্যাংকে টাকা জমা করার জন্য এসেছেন। কেউ কেউ বিনা কারণেেই বের হয়েছেন। তাদের আর্থিক জরিমানা করা হয়।’

তবে জরিমানা করতে গিয়েও বিপাকে পড়েছেন জাানিয়ে তিনি বলেন, ‘কাউকে কাউকে জরিমানা করা হলেও দেখা যাচ্ছে তাদের দেয়ার সামর্থ্য নেই। তবে সার্বিকভাবে এ স্পটে আশাব্যঞ্জক পরিস্থিতি দেখা গেছে।’

তিনি আরও বলেন, ‘সকাল ১০টায় মোবাাইল কোর্ট যখন শুরু হয় তখন রাস্তায় যে সংখ্যক মানুষ ও যানবাহন ছিল তা এখন নেই। মানুষকে জরিমানা করার চেয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল করে তোলাটাই মূল উদ্দেশ্য।’

সরেজমিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে গেছে, গত তিনদিনের চেয়ে আজ লকডাউনের চতুর্থ দিনে বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলসহ যান চলাচল কমেছে। রাজধানীর লালবাগ, চকবাজার, সূত্রাপুর, কোতায়ালী, রমনা, শাহবাগ ও নিউমার্কেট এলাকা ঘুরে দেখা গেছে অধিকাংশ রাস্তায় খুবই সীমিত সংখ্যক যানবাহন চলাচল করছে।

গত তিনদিন লকডাউন পালনে মানুষকে বাধ্য করতে রাজধানীর বিভিন্ন সড়কে মোবাইল কোর্ট ও চেকপোস্টে কঠোর নজরদারি, জেল ও আর্থিক জরিমানার কারণে মানুষ অকারণে বাইরে বের হওয়া কমিয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English