বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে এক শিশু মৃত্যুবরন করেছে। জানা গেছে, শুক্রবার বিকেলে পাশ্ববর্তী ডাসার উপজেলার দক্ষিণ চলবল গ্রামের দিলীপ পান্ডের মেয়ে লোপা পান্ডে (৮) জমিতে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে পানিতে ডুবে যায়।
তাঁকে না পেয়ে বিভিন্ন স্থানে খুজতে থাকে বাড়ির লোকজন। পরে বাড়ির লোকজন জমির পনিতে লোপার মরাদেহ ভাসতে দেখে তাঁকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। লোপাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজু বিশ্বাস তাকে মৃত ঘোষনা করেন।