বরিশালের আগৈলঝাড়ায় পারিবারিক কলহের কারনে গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা। মুমূর্ষ অবস্থায় ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১ টায় উপজেলার চক্রিবাড়ি গ্রামের খোকন হাওলাদারের স্ত্রী শান্তনা বেগম (৪০) পারিবারিক কলহের কারনে ঝগড়া হলে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরে।
শান্তনার স্বামী খোকন জানান, সামান্য বিষয় নিয়ে আমার সাথে ঝগড়া হলে আমার স্ত্রী অভিমান করে ঘরে থাকা কীটনাশ পান করে অসুস্থ হয়ে পরে। পরে অসুস্থ অবস্থায় শান্তনা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মামুন মোল্লা জানান, কীটনাশক পানে অসুস্থ এক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।