শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস পালনে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ এস এম শামীম
  • প্রকাশিতঃ রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৫০ জন নিউজটি পড়েছেন
আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস পালনে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিস্তারিত কর্মসূচি গ্রহনের মধ্যদিয়ে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা রোববার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাৎ বার্ষিকী উদযাপনের জন্য বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে ১৫ আগস্ট সকালে জাতীয় পতাকা, শোক দিবসের পতাকা ও মুজিব বর্ষের পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেন, ১০টায় উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, মসজিদ ও মন্দিরে ১৫ আগস্ট সকল শহীদদের রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া ও প্রার্থণা সভা করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

এর আগে অনুষ্ঠিত সকাল ১১ টায় অপর এক সভায় জাতির পিতার বড় ছেলে, বিশিষ্ট ক্রিড়া সংগঠক ১৫ আগস্টে শহীদ হওয়া ক্যাপ্টেন শেখ কামালের ৫ আগস্ট ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন, এবং ৮ আগস্ট জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়। প্রশাসনের ওই প্রস্তুতি সভায় করোনা সংক্রমন মোকাবেলায় অনির্ধারিতভাবে আগৈলঝাড়ায় সরকারের কঠিন লকডাউন বাস্তবায়নের জন্য অন্তরায় দিক সমূহ আলোচনা করে উপজেলার সর্বত্র কঠিন লকডাউন বাস্তবায়নে গঠিত কমিটির সদস্যদেরসহ গতিশীল হবার আহবান জানিয়ে পুলিশ প্রশাসনের সার্বিক সহায়তা চাওয়া হয়।

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন থানা পরিদর্শক মোঃ গোলাম ছরোয়ার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, ভাইস চেয়ারম্যান রফিকলু ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু। প্রস্তুতি সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English