বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

শাটডাউন কি বাড়বে, সিদ্ধান্ত মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৫৮ জন নিউজটি পড়েছেন
শাটডাউন কি বাড়বে, সিদ্ধান্ত মঙ্গলবার

দফায় দফায় লকডাউন, শাটডাউন ও কঠোর বিধিনিষেধ আরোপ করেও করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ গতির লাগাম টানা যায়নি। এদিকে চলতি লকডাউনও চলবে ৫ আগস্ট পর্যন্ত। স্বাস্থ্য অধিদফতরের সুপারিশ, আরো বাড়ানো হোক শাটডাউন।

অন্যদিকে জীবন-জীবিকার চাকা সচল করতে শাটডাউন তুলে দেয়ার পক্ষে সরকারের একাংশ। ফলে দোটানা রয়েছে সরকার।

এমন বাস্তবতায় করণীয় নির্ধারণে মঙ্গলবার কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্ত:মন্ত্রণালয় সভা ডেকেছে সরকার। সেখানেই চূড়ান্ত হবে শাটডাউন বা কঠোর বিধিনিষেধ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত।

মঙ্গলবার সকাল ১১টায় অনলাইনে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সভায় মোট ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, ১৬ জন সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক, বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, আইইডিসিআর পরিচালকসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন বলে জানা গেছে।

ঈদের সময় আট দিন বিরতি দিয়ে ২৩ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় শাটডাউন নামে পরিচিতি পাওয়া কঠোর বিধিনিষেধ। প্রজ্ঞাপন অনুযায়ী এটি শেষ হচ্ছে ৫ আগস্ট মধ্যরাতে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এরই মধ্যে আভাস মিলেছে তুলে নেয়া হতে পারে শাটডাউন।

তারা বলছেন, করোনা প্রতিরোধী টিকার সংস্থান হওয়ায় স্বস্তি ফিরে পেয়েছে সরকার। তাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে চলার শর্তে ৫ আগস্টের পর শাটডাউন তুলে দেয়া উচিত।

তবে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টরা চলমান শাটডাউন দীর্ঘায়িত করার পক্ষে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English