বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

ব্যাংক এশিয়ার দুই কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা

জৈষ্ঠ প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৪৮ জন নিউজটি পড়েছেন
দুদক

প্রতারণা ও জালজালিয়াতির মাধ্যমে ১১ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে ব্যাংক এশিয়ার ২ কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১–এর সহকারী পরিচালক ফজলুল বারী বুধবার এ মামলা করেন।

মামলার আসামিরা হলেন, ব্যাংক এশিয়ার শেখ মুজিব রোড শাখার সিনিয়র অফিসার এহতেশাম উদ্দিন জাহান আনসারী, ওই শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইফতেখার উদ্দিন আহমেদ, পিঅ্যান্ডআর ট্রেডার্সের মালিক ইসলাহ উদ্দিন জাহান আনসারী, রিজ মেরিন এন্টারপ্রাইজের মালিক এমদাদুল হাসান, সেভেন সি’জ বিডির মালিক তারেকুজ্জামান।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ১৬ জুন থেকে ২০২১ সালের ৫ জানুয়ারি পর্যন্ত সময়ে তিনটি ব্যাংক হিসাবে ১২২টি লেনদেনের মাধ্যমে এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English