বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ৬ হাজার মিটার অবৈধ চায়না জাল উদ্ধার করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের দুশমী বাজার থেকে বারপাইকা পর্যন্ত খাল, বিল, উম্মুক্ত জলাশয় থেকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার (৩০টি জাল) অবৈধ চায়না জাল উদ্ধার করে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেহের নিগার তনু। পরে জব্দকৃত অবৈধ চায়না জাল উপজেলা চত্তরের মুক্তিযোদ্ধা ভবনের সামনের ব্রীজের উপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেহের নিগার তনুর উপস্থিতিতে পুড়িয়ে দেয়া হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলম, উপপরিদর্শক আলী হোসেনসহ প্রমুখ।