বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল রাজিহার বাজার থেকে উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একজনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। অবৈধ জাল পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট ও চায়না জাল উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আবুল হাশেম। এসময় ওই অবৈধ জাল বিক্রেতাকে ৫শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আলম, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা চন্দ্র শেখর সোম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম, উপপরিদর্শক মনিরুজ্জামান ও আনসার সদস্যরা। পরে ওই জাল উপজেলা পরিষদ চত্তরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ আবুল হাশেম এর উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।