বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

বিশ্বকাপে নিউজিল্যান্ডের কোচিং গ্রুপে থাকবেন বন্ডও

খেলা ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৫৫ জন নিউজটি পড়েছেন
বিশ্বকাপে নিউজিল্যান্ডের কোচিং গ্রুপে থাকবেন বন্ডও

আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ ও এরপর ভারতের বিপক্ষে সিরিজে সাবেক পেসার ও বোলিং কোচ শেন বন্ডকে কোচিং স্টাফে যুক্ত করেছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন শেন জার্গেনশন। জার্গেনশনের সাথে বোলিং কোচ হিসেবেই কাজ করবেন বন্ড। বিষয়টি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড।

বিশ্বকাপের পাশাপাশি ভারতে টি-টুয়েন্টি সিরিজে স্টিড, জার্গেনশন ও লুক রঞ্চির সাথে কোচিং প্যানেলে থাকবেন বন্ড।

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের বোলিং কোচের দায়িত্বে আছেন বন্ড। চর্তুদশ আসরের আইপিএলের বাকী অংশ হবে সংযুক্ত আরব আমিরাতে। বিশ্বকাপের আগে হবে আইপিএল। তাই বিশ্বকাপের আগে মুম্বাইয়ের সাথে থেকে মরুর দেশের কন্ডিশন, উইকেট ও পরিস্থিতির নিয়ে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন বন্ড।

সেই অভিজ্ঞতা জাতীয় দলের বোলারদের জন্য কাজে লাগাতে বন্ডকে কোচিং প্যানেলে নেয়ার সিদ্বান্ত নেয় নিউজিল্যান্ড ক্রিকেট (জেডসি)। বন্ডকে নিয়োগ দেয়ার ব্যাপারে স্টিড বলেন, ‘বন্ড আগেও আমাদের দলের সদস্য ছিলেন এবং আমরা কোন বিষয়গুলো নিয়ে কাজ করছি তিনি ভালো বুঝবেন। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে দলের ক্রিকেটারদের মধ্যে সে কিছু কৌশলগত উন্নতি ঘটাবে বলে আশা করছি।’

স্টিড আরো বলেন, ‘বন্ড দীর্ঘ দিন ধরে নিউজিল্যান্ডের খেলোয়াড়দের সাথে কাজ করছেন। সম্প্রতি তিনি আমাদের ক্যাম্পের সাথেও ছিল। তাই ছেলেদের সাথে আবারও কাজ করা বেশ সহজ হবে।’
অতিরিক্ত স্টাফ হিসেবেও দলের সাথে বন্ড কাজ করবেন বলে নিশ্চিত করেছেন স্টিড, ‘কোচিং স্টাফে বাড়তি একজন সহযোগী হবেন তিনি, বিশেষ করে বোলারদের জন্য। স্পিন ও পেস বোলারদের নিয়ে কাজ করবে এবং খুব তড়াতাড়ি তিনি তাদের নিয়ে পরিকল্পনা তৈরি করতে পারবেন।’

২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন বন্ড। এছাড়াও নিউজিল্যান্ড ‘এ’ দলের সাথে কাজ করেন তিনি।

আগামী ১৭ অক্টোবর থেকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। বিশ্বকাপে সুপার-১২তে গ্রুপ-২এ আছে নিউজিল্যান্ড। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও বাছাই পর্ব থেকে টিকিট পাওয়া দু’টি দল।
সূত্র : বাসস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English