চীনা টেক জায়ান্ট মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বিশ্ববাজারে নিয়ে এলো তাদের এবং মোবাইল দুনিয়ার প্রথম আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করেছে প্রতিষ্ঠানটি।
ফ্লাগশিফ কাতারের মি মিক্স সিরিজের নতুন এই মোবাইলটি মি মিক্স ৪ নামে বাজারে আসছে। গেল ১০ আগস্ট শাওমি মি মিক্স ৪ ফোনটি বিশ্বব্যাপী উন্মুক্ত করে। ১৬ আগস্ট মোবাইল ফোনটি গ্লোবাল মার্কেটে বিক্রয়ের জন্য অবমুক্ত করা হয়। বাংলাদেশের বাজারে ডিভাইসটি চলতি মাসের শেষের দিকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এই মোবাইল ফোনে অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে ফোনটির ব্যাক প্যানেলে থাকবে সিরামিকের প্রটেকশন। ৪৫০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি নিয়ে এর ওজন ২২৫ গ্রাম। সিরামিক ব্ল্যাক, সিরামিক হোয়াইট ও শ্যাডো গ্রে, এই তিন রঙে ফোনটি বাজারে আসবে।
বাংলাদেশের বাজারে ফোনটির বেস ভেরিয়েন্টের আনুমানিক মূল্য হতে পারে ৬৬ হাজার টাকার মতো।
ফোনটি কিনতে ভিজিট করুন বিডিপ্রাইস ডটকম-এর ওয়েবসাইটে।