বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সুশান্তের ফেসবুক থেকে নতুন ছবি পোস্ট করল কে?

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৪৪ জন নিউজটি পড়েছেন
সুশান্তের ফেসবুক থেকে নতুন ছবি পোস্ট করল কে?

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মারা গেছেন এক বছরের বেশি হয়ে গেছে। এরইমধ্যে গেলো মঙ্গলবার সুশান্তের সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে পোস্ট করা ছবি নিয়ে তৈরি হয়েছে হইচই। মৃত্যুর পর কে পরিচালনা করেন সুশান্তের আইডি তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। সেই সাথে প্রিয় অভিনেত্রীর ছবি দেখে আবেগে ভাসছেন ভক্তরা। তাদের দাবি, কোনভাবেই যেন ছবিটি সরিয়ে না নেওয়া হয়।

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মেনে নিতে পারেনি অনেকেই। ২০২০ সালের ১৪ জুন সুশান্তের ব্রান্দার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর অভিনেতার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সবকিছু সামনে আসে। তারপরেও রহস্যের বেড়াজাল থেকেই যায়। সবমিলিয়ে বলিউড এই তারকার মৃত্যুতে শোরগোল পড়ে যায় দেশজুড়ে।

সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’ মুক্তি পায় ওয়েব প্ল্য়াটফর্মে। ঘটনার পর এক বছর কেটে গেলেও অভিনেতার স্মৃতি আরও সতেজ ভক্তদের মনে। সুশান্তের ফেসবুকের প্রোফাইল পিকচারের হঠ্যাৎ পরিবর্তন দেখে চমকে উঠেছেনে ভক্তরা।তাদের আক্ষেপ, ‘যদি সত্যি সুশান্ত ফিরে আসতেন! যদি ফিরে পাওয়া যেত প্রিয় অভিনেতাকে।’ আসলে সুশান্তের ফেসবুক অ্যাকাউন্টটি যারা নিয়ন্ত্রণ করছেন এই ছবি পোস্ট করেছেন তারাই। ইতিমধ্যেই ছবিটিতে ৯ হাজারেরও বেশি মানুষ ‘রিঅ্যাক্ট’ করেছেন এবং কমেন্ট পড়েছে প্রায় ২.১ হাজার। এক ভক্তের আবেগঘন বার্তা, ‘আমি প্রার্থনা করছিলাম আসলে এটা যদি সত্যি তুমি হতে। আমরা তোমাকে মিস করছি।’ আর একজন লিখেছেন, ‘যদি সম্ভব হয় আমাদের কাছে ফেরত এসো।’ অপর এক ভক্তের কথায়, ‘যদি সবকিছু মিথ্যা প্রমাণ করে আবার ফিরে আসো, তবে অবাক হব না।’

ভক্তদের অনেকে দাবি জানিয়েছেন, এই পোস্ট যেন কোনওভাবেই ডিলিট করে না দেওয়া হয়। তবে এই প্রথমবার নয়, সুশান্তের মৃত্যুর পর কিছু পোস্ট এই প্রোফাইল থেকে করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English