যে কোনো উপায়ে আফগানিস্তান ত্যাগ করাই যেন তাদের লক্ষ্য। তাই কাবুল বিমানবন্দরের সামনে সপ্তাহেরও বেশি ধরে অপক্ষো করছেন তারা। এমন মানুষের সংখ্যা কয়েক হাজার। বর্তমানে ১০ হাজার মানুষ কাবুল বিমানবন্দরে অপেক্ষা করছেন দেশ ত্যাগ করতে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মেজর জেনারেল উইলিয়াম টেলর এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানান। খবর বিবিসির
এ দিকে কাবুল বিমানবন্দর সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে আছে বলে উল্লেখ করেছে কয়েকটি দেশ। সেসব দেশ তাদের নাগরিকদের কাবুল বিমানবন্দর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের সতর্ক করেছে। নিরাপত্তা সতর্কতা নিয়ে নির্দেশনাও জারি করেছে দেশগুলো। বিমানবন্দরে অবস্থানরত মার্কিন, ব্রিটিশ ও অস্ট্রেলিয়ার নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তালেবানের হাতে কাবুলের পতনের পর গত ১০ দিনে ৮২ হাজারেরও বেশি মানুষকে দেশটি থেকে বিমানে করে সরিয়ে নেওয়া হয়েছে।আগামী ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করতে জোরগতিতে কাজ করছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলো।