বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন

অন্যরকম সম্মাননায় মেহজাবীন

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৬৭ জন নিউজটি পড়েছেন
মেহজাবীন

গেল কয়েক বছর একের পর এক রেকর্ড গড়ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের মনেও দাগ কাটছেন তিনি। তার ব্যতিক্রম হয়নি এবারো। ‘আলো’- শিরোনোমের একটি নাটকে তিনি অভিনয় করেন নারী ট্রাফিক পুলিশের চরিত্রে। এটির গল্পও লিখেন তিনি নিজেই। নাটকটি পরিচালনা করেন মাহমুদুর রহমান হিমি। টিভি চ্যানেল আরটিভিতে ঈদে নাটকটি প্রচারের পর দর্শকের পাশাপাশি পুলিশ প্রশাসনেও বেশ প্রশংসা পায়। এবার এমন প্রশংসনীয় কাজের জন্য মেহজাবীনকে অন্যরকম সম্মাননা দেওয়া হয়।
তার টিমকে গত বৃহস্পতিবার দুপুরে ডিএমপিতে আমন্ত্রণ জানায় এবং সেখানে তাদের সম্মাননা প্রদান করে। এ সময় মেহজাবীনের হাতে সম্মাননা পদক তুলে দেন আমেনা বেগম (ডিআইজি , ডিএমপি স্পেশাল ব্রাঞ্চ)। এমন সম্মাননায় উচ্ছ্বসিত ও আনন্দিত মেহজাবীন চৌধুরী বলেন, সত্যি এটি আমার জন্য অনেক বড় পাওয়া। যাদের জন্য আমরা কাজ করি, তাদের কাছ থেকে সমর্থন, উৎসাহ এবং ভালোবাসা পাওয়াটা আমাদের জন্য আশীর্বাদ মনে করি। পুলিশ প্রশাসনের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে এ পেশায় নিয়োজিত নারী পুলিশদের প্রতি শ্রদ্ধা ও সম্মান থেকে ‘আলো’- নাটকটি লিখেছিলাম। তখনো ভাবিনি যে এই নাটকটি সাধারণ দর্শকদের ভালোবাসা অর্জনের পাশাপাশি যাদের জন্য লেখা, তাদের মনকেও এত বেশি স্পর্শ করবে। এ নাটকে আরও অভিনয় করেছেন আহসানুল হক মিনু, মনোজ প্রামাণিক ও ইকবাল হোসেন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English