বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

আরও ৬ লাখ ৩৪ হাজার ৯০০ টিকা এলো দেশে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৬৯ জন নিউজটি পড়েছেন
আরও ৬ লাখ ৩৪ হাজার ৯০০ টিকা এলো দেশে

জাপান থেকে আরও ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা এসেছে। বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের দেওয়া পঞ্চম চালান হিসেবে এসব টিকা শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এর আগে শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুকে জানিয়েছিলেন, জাপানের প্রতিশ্রুতি দেওয়া অক্সফোর্ডের টিকার ৬ লাখ ৩৪ হাজার ৯০০ ডোজ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।

নতুন পাঠানো এসব টিকা দেশে পৌঁছানোর মধ্য দিয়ে জাপান থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় ৩০ লাখেরও বেশি করোনা টিকা পেল বাংলাদেশ।

কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দেয় জাপান। সে অনুযায়ী, গত ২৪ জুলাই ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার প্রথম চালান ঢাকায় পাঠায় জাপান। পরে ৩১ জুলাই দ্বিতীয় চালান আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকা। গত ২ আগস্ট তৃতীয় চালানে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকা ঢাকায় আসে এবং সর্বশেষ গত ২১ আগস্ট ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা পাঠায় জাপান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English