শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

অনলাইনে সদস্য সংগ্রহের চেষ্টা আইএসের

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

মধ্যপ্রাচ্যে আপাত পর্যুদস্ত সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ফের গা ঝাড়া দিয়ে ওঠার চেষ্টা শুরু করেছে। করোনা পরিস্থিতিতে সরাসরি সদস্য সংগ্রহের কাজ চালাতে না পারায় এখন অনলাইনে ভর করার মতলব শুরু করেছে। গোয়েন্দা সংস্থার নজর এড়িয়ে কীভাবে কার্যক্রম চালানো যায়, সে কৌশলও শেখাচ্ছে সংগঠনটির নেতারা। সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর এক বৈঠকে এমন তথ্য উঠে এসেছে। খবর জি নিউজের।

মে মাসে প্রকাশিত আইএস-এর সঙ্গে যুক্ত ‘দ্য সাপোর্টারস সিকিউরিটি’ নামে একটি সাইবার সিকিউরিটি ম্যাগাজিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কী সাবধানতা অবলম্বন করা উচিত, যার মাধ্যমে গোয়েন্দা সংস্থারগুলোকে ফাঁকি দেওয়া যায়, তার বর্ণনা দেয়। ২৪ পৃষ্ঠার ওই ম্যাগাজিন স্মার্টফোন এবং কম্পিউটার ব্যবহার করার সময় কীভাবে সতর্ক হতে হবে, তাও বর্ণনা করে। এরপর থেকেই সন্ত্রাসী সংগঠনের অনলাইন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলেছেন, আইএস বিশেষ ধরনের ভিডিও গেমের মধ্য দিয়ে তাদের ভাষায় জেহাদের আমন্ত্রণ পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে। এ নিয়ে নিরাপত্তা কর্মকর্তারা উদ্বেগে ভুগছেন। গত এপ্রিলে অনলাইন ম্যাগাজিন ‘দ্য ভয়েস অব হিন্দ’ এর মাধ্যমে করোনার মধ্যেই তাদের সন্ত্রাসী তৎপরতা চালানোর কথা বলেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English