জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের কাজিয়ার চর গ্রামে বিধবা এক নারীকে (৩৩) গণধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে ধর্ষণের মূল হোতা রতন মিয়াকে গ্রেফতার করে পুলিশ। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফুকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার রতন মিয়া ও গ্রামের মজনু মণ্ডলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই রাতে কাজিয়ারচর গ্রামের যুবক রতন ও দুখু মিয়া একই গ্রামের ওই বিধবার ঘরে জোরপূর্বক ঢুকে তাকে গণধর্ষণ করে। এ ব্যাপারে মাদারগঞ্জ থানায় গত ১৩ জুলাই মামলা করলে পুলিশ রতন মিয়াকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের প্রচেষ্টা চলছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।