সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে দোয়া-মোনাজাত, তবারক বিতরণ ও মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাদ জোহর নগরীর সদর রোডে বায়তুল মোকাররম মসজিদে জেলা জাতীয় পার্টির উদ্যোগে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া-মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
পরে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সদর রোডে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শ অনুযায়ী আগামীতে তারা কাজ করে যাবেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ইকবাল হোসেন তাপস, বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মহসিন-উল-ইসলাম হাবুল, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম গফুর প্রমুখ।