করোনা সংক্রমণের আশঙ্কায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান লকডাউন আরো আটদিন বৃদ্ধি করে ২৫ জুলাই পর্যন্ত করা হয়েছে। ইতোমধ্যে চবি ক্যাম্পাসে প্রশাসন ঘোষিত ৪ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত ১৪ দিনের সর্বাত্মক লকডাউন চলছে।
বুধবার এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান জানান, ক্যাম্পাসে করোনা পরিস্থিতি যাতে অবনতি না হয় সে জন্য লকডাউন আরও আটদিন বৃদ্ধি করা হয়েছে।
তিনি জানান, এ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম শহরের চারুকলা ইনস্টিটিউট অফিস থেকে পরিচালিত হবে।
লকডাউন চলাকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।