শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

আড়াইহাজারে দুই খাবার হোটেল মালিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৪৫ জন নিউজটি পড়েছেন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুটি হোটেল মালিককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন এ জরিমানা করেন।

এর আগে বিকেল ৪টায় আড়াইহাজার বাজারে অভিযান চালিয়ে খাবারের ভেজাল ও মানসম্মত খাবার না দেয়ার পাশাপাশি ভারতীয় বিক্রি নিষিদ্ধ মহিষের মাংস আড়াইশ টাকা করে কিনে সেগুলো গরুর মাংস বলে বিক্রি করায় বিসমিল্লাহ হোটেলের মালিক দাইয়ান ও সোনার মদীনা মার্কেটের মালিক ফারুককে আটক করেন ভ্রামমাণ আদালত। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত তাদের ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পেয়ে দুটি খাবারের হোটেল মালিককে ৫ হাজার টাকা করে জরিমানা প্রদানের পাশাপাশি সতর্ক করা হয়েছে। আগামীতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English