বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

ছুটি তিন দিন, পোশাকশ্রমিকদের বাড়ি যেতে মানা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৬৯ জন নিউজটি পড়েছেন

সরকারি ছুটির সাথে মিল রেখে পোশাক কারখানায়ও এবার তিন দিন ছুটি দেয়া হবে। এই অবস্থায় শ্রমিকদের কর্মস্থল ত্যাগ না করার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদ-উল-আযহা উপলক্ষে তৈরি পোশাক শিল্প খাতে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদানসহ শিল্প এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভা শেষে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আসন্ন ঈদের ছুটি তিন দিনই থাকছে। এই ছুটি বাড়ানো হবে না। ছুটিকালীন সময়ে কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।’

‘এ ছুটিকালীন তিন দিন পোশাক কারখানার শ্রমিকরাও তাদের কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।’

মহামারীর মধ্যে ঈদের ছুটিতে তৈরি পোশাক শ্রমিকদের গ্রামে যেতে নিষেধ করা হচ্ছে। মহামারীর মধ্যে ঈদের ছুটিতে তৈরি পোশাক শ্রমিকদের গ্রামে যেতে নিষেধ করা হচ্ছে। গত মার্চে দেশে অতি ছোঁয়াচে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ার পর সাধারণ ছুটি ঘোষণা করে মানুষকে ঘরের বাইরে বের হতে নিষেধ করে সরকার। সব ধরনের যানবাহন চলাচল বন্ধের সে সময়ে পোশাক কারখানা খুলে দেয়ার উদ্যোগ নেয় মালিকপক্ষ, যাতে হাজার হাজার শ্রমিক পায়ে হেঁটে ঢাকাসহ কারখানার অধ্যুষিত এলাকাগুলোর পথ ধরেন। পরে আবার সমালোচনার মুখে মালিকপক্ষ কারখানা বন্ধ রাখার ঘোষণা দিতে বাধ্য হলে ফের পরিবার নিয়ে গ্রামের পথ ধরেন ওই শ্রমিকরা।

এরপর বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ে, যাতে এরইমধ্যে প্রায় দুই লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। দেশজুড়ে টানা দুই মাসের মতো লকডাউন বাস্তবায়নের পরেও করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে না পারার জন্য তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ওইভাবে শহরমুখী করা এবং পরে আবার গ্রামে ফেরত পাঠানোর দায় রয়েছে বলে বিশেষজ্ঞদের অনেকে মনে করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তৈরি পোশাক কারখানার শ্রমিকদের ইতোমধ্যে জুন মাসের বেতন দেয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতন, বোনাসের বিষয়ে বিজিএমইএ এর সাথে বৈঠকে করে শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

এ বিষয়ে জানতে চাইলে শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, রোববার প্রতিমন্ত্রীর সাথে বিজিএমইএ ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English