প্রাণঘাতী করোনা ভাইরাসের উৎস নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি করেছে চীনের স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বত। ভারতের রাজধানী দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে তিব্বতের ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের সময় এ নিয়ে একটি স্মারকলিপিও দেয়া হয়েছে ।
জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা চীনের সরকারের আমন্ত্রণে করোনার উৎস তদন্তে বর্তমানে দেশটিতে অবস্থান করছে। এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তাদের কাচ্ছে তিব্বতের প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, চীনের উচিৎ গবেষণার বিষয়ে প্রকাশ্যে জানানো।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে তিব্বতের পার্লামেন্টের সাবেক ডেপুটি স্পিকার ডোলমা জিয়ারি বলেন, আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছি। এটি একটি উদ্বেগের বিষয়ে যখন শোনা যায় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা করোনার উৎস তদন্তের জন্য চীন সরকারের আমন্ত্রণে সেখানে গেছেন। সুতরাং, আমরা বিশ্বাস করি যে বর্তমান পরিস্থিতিতে সকলের বৃহত্তর স্বার্থে বিশ্বাসযোগ্যতা ধরে রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীদের ফিরে আসা উচিৎ।