শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

প্রতি ১৯ ম্যাচে একটি শিরোপা এনে দিয়েছেন জিদান!

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৫৩ জন নিউজটি পড়েছেন

বৃহস্পতিবার রাতে স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।

এক ম্যাচ হাতে রেখেই ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে জিনেদিনে জিদানের শিষ্যরা।

সে ক্ষেত্রে কোচ হিসাবে নিজের দ্বিতীয় লা লিগা জিতলেন জিদান। এটি তার কোচিং ক্যারিয়ারের ১১তম ট্রফি।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, মাত্র ২০৯ ম্যাচ কোচিং করিয়ে এ অর্জন এই ফরাসি কোচের। তা হলে ভাগ করলে প্রতি ১৯ ম্যাচে একটি করে শিরোপা এনে দিয়েছেন জিদান। এ এক অবিশ্বাস্য রেকর্ড, যা আধুনিক ফুটবলে আর কোনো কোচ করে দেখাতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ বিশ্লেষকদের। তবে রিয়াল মাদ্রিদের কোচ হয়ে সবচেয়ে বেশি শিরোপা অর্জনের রেকর্ড রয়েছে মিগুয়েল মুনোজের। মুনোজের অধীনে ৬০৫ ম্যাচ খেলে ১৪টি শিরোপা পেয়েছিল রিয়াল।

তবে সার্বিক বিচারে কোচ হিসাবে জিদানের অর্জন ঈর্ষণীয়।

সব মিলিয়ে কোচ হিসেবে জিদান– ২টি লা লিগা, ২টি স্প্যানিশ সুপার কাপ, ২টি উয়েফা সুপার কাপ, ২টি ক্লাব বিশ্বকাপ এবং ৩টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এনে দিয়েছেন তার দলকে।

টানা তিন চ্যাম্পিয়নস লিগ জয় জিদানের অনন্য রেকর্ডের একটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English