শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশায় থাকা তিনজন যাত্রী নিহত হয়েছেন। চালক আহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জস্থ চরারহাট বাজারের পূর্ব পার্শে সাদিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আমদই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী আঞ্জুয়ারা (৫০) ও রনজৌপুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে আব্দুর রশিদ (৬০) ও বেড়া মালিয়া গ্রামের শ্রী বাসু দেব।

জানা গেছে, ট্রাকটি জেলার বিরামপুর থেকে ঘোড়াঘাটে যাওয়ার পথে উল্লেখিত স্থানে এসে অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আঞ্জুয়ারা ও আব্দুর রশিদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বাসু দেবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশাটির চালকও। তিনি বর্তমানে স্থানীয় কে.এইচ.মেমোরিয়াল হাসপাতালে দলারদরগায় চিকিৎসাধীন রয়েছেন। দুমড়েমুচড়ে গেছে অটোরিকশাটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English