বড় অংকের জরিমানা দিয়ে বেঁচে গেলেন ইংল্যান্ডের পেস বোলার জোফরা আর্চার। স্বাস্থ্যবিধি ভঙ্গ করায় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে বেশিদিন দলের বাইরে থাকতে হচ্ছেনা তাকে। তৃতীয় টেস্টেই আবারো ফিরছেন দলে, এমনটাই জানিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড-ইসিবি।
সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর নিয়ম ভাঙেন আর্চার। স্বাস্থ্যবিধি অনুযায়ী, সিরিজ চলাকালীন দলীয় হোটেলের বাইরে যেতে পারবেননা কেউই। তবে নিয়ম ভেঙে ব্রাইটনে নিজের বান্ধবীর সঙ্গে দেখা করতে যান আর্চার। পরদিন বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ভাবে তাকে ২য় টেস্টের দল থেকে বাদ দেয়া হয়।
বিষয়টিকে গুরুতর অপরাধ হিসেবেই নিয়েছিল ইসিবি। ইসিবির মহাব্যবস্থাপক অ্যাশলে জাইলস, আর্চারের এমন আচরণে মহা দুর্যোগ ঘটে যেতে পারতো বলে আশঙ্কা প্রকাশ করেন। এই ঘটনায় বোর্ডকে কোটি কোটি পাউন্ড ক্ষতির মুখে পড়তে হতো বলেও জানান তিনি।
দল থেকে বাদ দেয়ার পর আর্চারকে আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়। এরইমধ্যে হয়ে গেছে তার বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানিও। ইসিবির একজন পরিচালক, প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা ও আর্চারের এজেন্টের উপস্থিতিতে ওই শুনানি হয়। এতে আর্চারের ভালো অতীত রেকর্ড, অপরাধের স্বীকারোক্তি এবং অনিচ্ছাকৃত অপরাধ বিবেচনা করে তার শাস্তি কমানোর অনুরোধ করা হয়। ফলে ২৫ বছর বয়সী এই ক্রিকেটারকে আর্থিক জরিমানা ও আনুষ্ঠানিক সতর্কবার্তার প্রদানের সিদ্ধান্ত নেয় ইসিবি।
ঠিক কতো টাকা জরিমানা করা হয়েছে সেটি যদিও জানায়নি ইসিবি। তবে ইংলিশ গণমাধ্যম বলছে, ২য় টেস্টের ম্যাচ ফি অর্থাৎ ১৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে আর্চারকে, যেটি বাংলাদেশি অঙ্কে প্রায় ১৬ লাখ টাকা।
শুনানিতে বলা হয়, ৩য় টেস্টে খেলতে কোন বাধা নেই আর্চারের। তবে নিয়মানুযায়ী তাকে দুইবার করোনা টেস্ট করে নিজেকে নেগেটিভ প্রমাণ করতে হবে। এরইমধ্যে একবার টেস্ট করিয়েছেন আর্চার, যেটির রেজাল্ট এসেছে নেগেটিভ। সোমবার দ্বিতীয় টেস্টটি করবেন আর্চার।