জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তে চায় বিএনপি। আর এজন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতামত নেয়ার অপেক্ষা করছেন নেতারা। গত শনিবার (১৮ জুলাই) এক ভার্চুয়াল মিটিংয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া একাধিক স্থায়ী কমিটির সদস্য এসব তথ্য জানিয়েছেন।
সেই সঙ্গে ‘যুদ্ধাপরাধী’ সংগঠন হিসেবে অভিযুক্ত জামায়াতের কারণে বিএনপিকে অতীতে কী ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে তাও তুলে ধরা হয়েছে সেই বৈঠকে। এ ব্যাপারে শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা অভিমত দিয়েছেন, জামায়াতের সঙ্গে জোটবদ্ধ থাকলে আগামীতে বিএনপির রাজনীতি বেশি হুমকিতে পড়তে পারে।
তথ্যমতে, ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত হয়েছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দণ্ডপ্রাপ্ত তারেক রহমান। তবে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি বা সিদ্ধান্ত জানাননি। বৈঠকে জামায়াত ইস্যু ছাড়াও করোনা দল পুনর্গঠন নিয়েও বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়- প্রতি বৈঠকে একজন সদস্য এজেন্ডাভিত্তিক আলোচনা করবেন। অন্যরা এর পক্ষে মতামত বা যুক্তি-পাল্টা যুক্তি তুলে ধরতে পারবেন। পরপর গত কয়েকটি স্থায়ী কমিটির বৈঠকে এভাবে আলোচনা চলছে।