শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

আন্দোলন দমনে সেনা মোতায়েনের হুমকি ট্রাম্পের

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ৪৯ জন নিউজটি পড়েছেন

পুলিশের বর্বরতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলমান আন্দোলন দমন করতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন শিকাগো- নিউইয়র্কসহ বেশ কিছু শহরের দায়িত্বে রয়েছেন লিবারেল ডেমোক্রেটরা যারা পদক্ষেপ নিতে ভয় পায়।

পোর্টল্যান্ডে সেনা মোতায়েন করে ওরিজিয়ন রাজ্যের শৃঙ্খলা ফেরাতে দারুন কাজ হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে স্থানীয় নেতারা সেনা মোতায়েনের ফলে পরিস্থিতি আরো খারাপ হয়েছে বলে অভিযোগ করছেন। নির্বাচনের বছর রাজনৈতিক সংঘাত বেড়ে যাওয়ার আশঙ্কায় সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে পোর্টল্যান্ডের নেতারা।

ট্রাম্প বলেন নিউইয়র্ক, শিকাগো, বল্টমোর, ওকল্যান্ড ও ডেট্রোতে সহিংসতা হচ্ছে। তবে এসব রাজ্যে সেনা মোতায়েন চাচ্ছে না রাজ্য সরকার। তাছাড়া ফেডারেল এজেন্ট হিসেবে পোশাক ও ছিল ছাড়া গাড়িসহ বিভিন্ন লোকদেরকে অস্ত্র হাতে টহল দিতে দেখা যাচ্ছে। ফলে মানুষের মধ্যে ক্ষোভ আরও বাড়ছে।

উল্লেখ্য, সামনের নভেম্বর মাসে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচেণের আগে রাজপথে আন্দোলন আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া শক্তি প্রয়োগ করলে বিক্ষোভ আরও তীব্র হওয়ার অশঙ্কাও রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English