শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

রিজেন্ট হাসপাতালের এমডি মিজান গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৪৩ জন নিউজটি পড়েছেন

রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান গ্রেফতার হয়েছে।

মেট্রো রেল প্রকল্পে কর্মরত ৭৬ জন শ্রমিককে করোনার ভুয়া সনদ দেয়ার অভিযোগে ভিন্ন এক মামলায় শুক্রবার রাতে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি তপন কুমার সাহা গ্রেফতারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কোভিড-১৯ এর ভুয়া সনদ দেয়াসহ বিভিন্ন অভিযোগে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ও এমডি মিজানুরসহ কয়েকজনের বিরুদ্ধে ২০ জুলাই মেট্রো রেলের একটি সাব-কন্ট্রাক্টর প্রতিষ্ঠানের পক্ষে রেজাউল করিম মামলা করেন।

‘মামলার অভিযোগে বলা হয়, মেট্রো রেলে কর্মরত ৭৬ জন কর্মীর করোনা পরীক্ষা করে রিজেন্ট হাসপাতাল। প্রতিজনের পরীক্ষার জন্য সাড়ে তিন হাজার করে টাকা নেওয়া হয়। কিন্তু টেস্ট না করেই ভুয়া রিপোর্ট দেয়ায় কর্মীদের মধ্যে করোনা সংক্রমণ বেড়েছে।’

জিজ্ঞাসাবাদের জন্য মিজানুরকে ১০ দিনের হেফাজতে নেয়ার আবেদন বরে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

গত ৬ ও ৭ জুলাই রিজেন্ট হাসপাতালে অভিযানের পর সাহেদসহ ১৭ জনকে আসামি করে প্রতারণার যে মামলা করা হয়েছিল সে মামলায় মিজানুর রহমানের নাম ছিল না বলে জানান ওসি।

এছাড়া রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজকেও র‌্যাব ইতিমধ্যে গাজীপুরে থেকে গ্রেফতার করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English