রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

অদম্য মেসিতে উড়ন্ত বার্সা

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৮ জন নিউজটি পড়েছেন

স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ লিগ ম্যাচের রেকর্ড ছোঁয়ার রাতটাকে আপন রঙে রাঙালেন লিওনেল মেসি। ট্রেডমার্ক শটে অসাধারণ দুটি গোল করার পাশাপাশি সতীর্থের গোলে রাখলেন অবদান। নজরকাড়া ফুটবলে দেপোর্তিভো আলাভেসকে উড়িয়ে দিল তারা।

লা লিগার ম্যাচে কাম্প নউয়ে শনিবার রাতে ৫-১ গোলে জিতেছে কাতালানরা। মেসির মতো দুই গোল করেন ফ্রান্সিসকো ত্রিনকাও, তাদের আরেক গোলদাতা জুনিয়র ফিরপো।

বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ ৫০৫টি লা লিগার ম্যাচ খেলা সাবেক ক্লাব সতীর্থ চাভি এরনান্দেসকে স্পর্শ করলেন মেসি।

এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে লিগ টেবিলের দুইয়ে উঠল বার্সেলোনা। ২২ ম্যাচে দুই দলেরই অবশ্য পয়েন্ট সমান ৪৬।

ম্যাচের শুরু থেকে প্রায় ৭৫ শতাংশ সময় বল দখলে রেখে চাপ ধরে রাখে রোনাল্ড কুমানের দল। যদিও প্রথম গোলের আগ পর্যন্ত তাদের আক্রমণে পরিকল্পনার তেমন ছাপ ছিল না।

তিন তরুণের বোঝাপড়ায় ২৯তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। পরের পাঁচ মিনিটে আরও দুটি গোল পেতে পারতো বার্সেলোনা। ৩৫তম মিনিটে গ্রিজমানের শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি বল জালেও পাঠিয়েছিলেন মেসি। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ভিএআরে গ্রিজমানকে অফসাইড দেখালেও সিদ্ধান্তটি নিয়ে প্রশ্ন ওঠার অবকাশ আছে যথেষ্ট।

বিরতির ঠিক আগে একক নৈপুণ্যে দুর্দান্ত গোলে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। সের্হিও বুসকেতসের পাস পেয়ে জায়গা বানিয়ে প্রায় ৩০ গজ দূর থেকে ট্রেডমার্ক শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা। বল কাছের পোস্টে লেগে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। এই নিয়ে টানা পাঁচ ম্যাচে গোল পেলেন মেসি। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে বার্সেলোনার রক্ষণে ভীতি ছড়ায় সফরকারীরা। তবে ছয় গজ বক্সের বাঁ দিক থেকে পেরেজের উঁচু শট হয় লক্ষ্যভ্রষ্ট।

আট মিনিট পর প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান কমায় আলাভেস। মোরিবার ভুল পাস ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন লুইস রিওহা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English