শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

অনলাইনে প্রথমবারের মতো শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৫২ জন নিউজটি পড়েছেন

প্রথমবারের মতো ভার্চুয়াল লাউঞ্জে চলছে সপ্তম শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস। এবার বিজ্ঞান কংগ্রেসে অংশ নিয়েছে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পড়ুয়া শিশু-কিশোর বিজ্ঞানীরা। শুক্রবার শুরু হওয়া তিনদিনের এ বিজ্ঞান সম্মেলন শেষ হবে সোমবার।

প্রথমদিন পরিবেশ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, প্রযুক্তি এবং লাইফ সায়েন্স বিষয়ে পেপার উপস্থাপন করেছে নির্বাচিত ৫২৮ শিশু-কিশোর বিজ্ঞান গবেষক। এর মধ্যে ৯৬টি সায়েন্টিফিক পেপার, ৭২টি সায়েন্টিফিক পোস্টার এবং ৯২টি সায়েন্টিফিক প্রজেক্ট অনলাইন কংগ্রেসে উপস্থাপন করা হয়।

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. ইফতেখারুজ্জামানের সভাপতিত্বে অনলাইন কংগ্রেসে সংযুক্ত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের ট্রাস্টি ও সেন্ট্রাল উইম্যানস ইউনিভার্সিটির উপচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আরশাদ মোমেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফেরদৌস আজিম এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী। বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ড. ফারসীম মান্নান মোহাম্মদী এবং বিজ্ঞান কংগ্রেস ২০২০-এর আহ্বায়ক ড. মোশতাক ইবনে আয়ুব।

সদ্যপ্রয়াত ড. আলী আসগর এবং অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর স্বপ্নপূরণে কংগ্রেস এগিয়ে যাবে বলে আশাবাদ প্রকাশ করেন কংগ্রেসের উদ্বোধক বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, মানুষ চেষ্টা করলে প্রতিকূলতাকে সুযোগে রূপান্তর করতে পারে। বর্তমান পরিস্থিতিতে আমরা অনেক কিছু মিস করলেও আবার নতুন আঙ্গিকে কিন্তু করছি। এজন্য সবাইকে আন্তরিকভাবে প্রয়াস চালাতে হবে। কেননা শিশুরা প্রবীণদের চেয়ে উদ্যমী ও উদ্ভাবনী শক্তিসম্পন্ন। তবে সবক্ষেত্রে সুশাসন অর্জন করার প্রতি গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, সুশাসনে আবশ্যকীয় স্বচ্ছতা আনতে হলে বিজ্ঞানের অবদান সবার ওপরে।

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান জানান, স্কুল-কলেজে ল্যাবগুলো প্রাণবন্ত না হওয়ায় মাকসুদুল আলম ল্যাবে খুদে বিজ্ঞানীদের কাজের সুযোগ দেয়া হয়। গবেষণা সহায়তায় গঠন করা হয়েছে চিলড্রেন সায়েন্স ফান্ড। আগামী বছর থেকে বছরে দু’বার বড় পরিসরে এ সহায়তা প্রদান করা হবে। আয়োজক সূত্রে জানা গেছে, আজ অনুষ্ঠিত হবে যৌথ কংগ্রস।

কংগ্রেসে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. জাফর ইকবাল। সেখানে কংগ্রেসের ঘোষণা দেয়া হবে। এরপর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক এম জাহিদ হাসান তাপসের সঙ্গে অনলাইন আলোচনায় সংযুক্ত হবেন কিশোর বিজ্ঞানীরা।

সোমবার ফলাফল ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এ অনুষ্ঠানে। পাশাপাশি নির্বাচিত তিনটি গবেষণাকে পেপার অফ দ্য কংগ্রেস, পোস্টার অফ দ্য কংগ্রেস এবং প্রজেক্ট অফ দ্য কংগ্রেস হিসেবে পুরস্কৃত করা হবে। কংগ্রেসের বিজয়ী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হবে জগদীশ চন্দ্র বসু ক্যাম্প।

এর আগে ১০ জুলাই পর্যন্ত ১৩০০ শিক্ষার্থী কংগ্রেসে উপস্থাপনের জন্য তাদের গবেষণা ভিডিও প্রেজেন্টেশন ও লিখিত আকারে জমা দেয়। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণি পড়ুয়া ক্ষুদে বিজ্ঞানীরা তিনটি ক্যাটাগরিতে এ গবেষণাগুলো অনলাইনে জমা দেয়।

বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি), বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ উদ্যোগে এ বছর এটি অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English