ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ সাতজনকে আসামি করে ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে এবং ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকারী সেই ছাত্রী আজ অনশন ভাঙার ঘোষণা দিয়েছেন। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে নুরদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন তিনি। গ্রেফতার না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আল্টিমেটাম দেন।
এর আগে মূল অভিযুক্ত ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়া এ রিমান্ড আদেশ দেন। এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা কোতয়ালী জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান আসামি নাজমুলকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। এদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ এ জামিনের বিরোধিতা করেন। বিচারক শুনানি শেষে আসামির তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
সংবাদ সম্মেলনে সেই ছাত্রী বলেন, আমার মামলার প্রায় দেড় মাস হয়ে গেছে। বিভিন্ন কর্মসূচি পালন করেও সকল আসামিকে গ্রেফতার করা হয়নি। রাজু ভাস্কর্যে আমার যে কর্মসূচি ছিল, সেটা সমাপ্তি ঘোষণা করছি। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে হাসান আল মামুনসহ বাকী আসামিদের গ্রেফতার না করা হলে পরবর্তীতে আমি আরো কঠোর কর্মসূচিতে যাব।