শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

অনাকাঙ্খিত মেইল থেকে বাঁচতে চাইলে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৪৭ জন নিউজটি পড়েছেন

আপনার মেইলে প্রতিনিয়ত প্রচারণামূলক অনেক মেইল আসে। অপ্রয়োজনীয় এসব মেইলের ভিড়ে গুরত্বপূর্ণ মেইল খুঁজে প্রায়ই সময় নষ্ট হয়। এ ঝামেলা থেকে মুক্তি দিতে জিমেইলে সব সময় স্প্যামিং করা হয় যেসব মেইল আইডি থেকে সেগুলো ব্লক করে রাখা যাবে। সহজে কিভাবে কাজটি করতে হবে তা পাঠকদের উদ্দেশ্যে টিউটোরিয়ালের মাধ্যমে তুলে ধরা হলো—

জিমেইল আইডিতে লগইনের পর ডান পাশে উপরে থাকা সেটিংস আইকনে ক্লিক করে সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এরপর নতুন একটি পেজ চালু হবে। সেখান থেকে ‘filters and blocked addresses’-এ আবারও ক্লিক করতে হবে। এরপর ‘create a new filter’ অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে নতুন একটি পপআপ পেজ চালু হবে। সেখানে ‘from’ অপশনে যে মেইল আইডিটি ব্লক করতে চান তা দিতে হবে।

এরপর ‘create filter with this search’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আবার নতুন আরেকটি পপআপ পেজ চালু হবে। সেখানে ‘delete it’ অপশনটি নির্বাচন করে ‘create filter’-এ ক্লিক করতে হবে।

তাহলেই নির্বাচিত মেইল আইডি থেকে মেইল আসলে তা স্বয়ংক্রিয়ভাবে ডিলেট হযে যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English