রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

অবিলম্বে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত প্রত্যাহার করুন বাংলাদেশ ইসলামিক পার্টি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৩৬ জন নিউজটি পড়েছেন

ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি আত্মঘাতি সিদ্ধান্ত। দেশের স্বার্থে অবিলম্বে পেঁয়াজ আমদানি নিষিদ্ধ করতে হবে। পেঁয়াজ আমদানিতে সরকার ৫ শতাংশ শুল্ক আরোপের চিন্তা করছে। পেঁয়াজ আমদানির স্বার্থবিরোধী তৎপরতা বন্ধ করতে হবে। পেঁয়াজ উৎপাদনে চাষীদের উৎসাহ প্রদানে সরকারের ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

আজ মঙ্গলবার বাদ আসর নগরীর শান্তিনগরস্থ বাংলাদেশ ইসলামিক পার্টির সাবেক চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট আব্দুল মুবিনের স্মরণে পার্টির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা বলেন। পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এজাজ হোসেন, মহাসচিব আবুল কাশেম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আযহারুল ইসলাম ও জাকির হোসেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে চাল ও তেলের উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠছে। তারা বলেন, ভোটের রাজনীতির চর্চা না থাকায় সরকার জনগণের কল্যাণে কোনো নজর দিচ্ছে না। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English