রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

অবিলম্বে ব্যঙ্গচিত্র প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে : সম্মিলিত ওলামা পরিষদ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৬৮ জন নিউজটি পড়েছেন

ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সা:-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে অবিলম্বে কার্টুন প্রদর্শন বন্ধ, বিশ্ব মুসলমানদের নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও ভবিষ্যতে এ ধরনের ধৃষ্টতা প্রদর্শন না করার অঙ্গীকারের দাবি জানিয়ে ওলামা মাশায়েখ পরিষদ চট্টগ্রামের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার বাদ জুমা চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর দামপাড়া জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ জামে মসজিদের উত্তর গেইটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফ্রান্স সরকারের ছত্রছায়ায় মহানবী হজরত মোহাম্মদ সা:-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্বের কোটি কোটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। আল্লাহর নবীর অমর্যাদা ও অবমাননা বিশ্বের মুসলমানরা বরদাশত করবে না।

ফ্রান্সের প্রেসিডেন্টের ইসলামবিদ্বেষী বক্তব্য গোটা বিশ্বে মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। সন্ত্রাসের সাথে ইসলাম ও মুসলমানদের সম্পর্ক নেই ও মহানবী সা:-এর অবমাননার জন্য ব্যঙ্গচিত্র প্রদর্শন ম্যাক্রোঁর সন্ত্রাসী চরিত্রের বহিঃপ্রকাশ।

ওলামা মাশায়েখ নেতৃবৃন্দ অবিলম্বে মোহাম্মদ সা:-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ, বিশ্ব মুসলমানদের নিকট ফ্রান্স সরকারের ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এ ধরনের ধৃষ্টতা প্রদর্শন না করার অঙ্গীকারের দাবি জানান। অন্যথায় বিশ্ব মুসলিম দেশসহ শান্তিকামী রাষ্ট্রসমূহ ফ্রান্সের পণ্য বর্জন করবে। বাংলাদেশ সরকারের উচিত ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো।

বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা মিয়া মুহাম্মদ হোসাইন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউরী গিয়ে শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English