সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

অবৈধ দখল উচ্ছেদে নামছে পানিসম্পদ মন্ত্রণালয়

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৩ জন নিউজটি পড়েছেন

পানিসম্পদ মন্ত্রণালয় সারাদেশের ছোট নদী, খাল ও জলাশয়ের অবৈধ দখল উচ্ছেদ করতে যাচ্ছে। এটা বাস্তবায়নের জন্য সোমবার (৮ ফেব্রুয়ারি) সিনিয়র সচিব কবির বিন আনোয়ার মন্ত্রণালয়ের অফিসকক্ষে ৬৪ জেলা প্রশাসক ও সব বিভাগীয় কমিশনারদের ভিডিও কনফারেন্সে নানা দিক নির্দেশনা দেন।

কবির বিন আনোয়ার বলেন, ‘তালিকা করে একাধিক পর্যায়ে ইতোমধ্যে আমরা ২৩ হাজার ৮০২টি স্থাপনা উচ্ছেদ করেছি। উদ্ধার করা জমির পরিমাণ এক হাজার ২৭ একর। কিন্তু মহামারি করোনায় উচ্ছেদ কার্যক্রম গতি ধীর হয়ে পড়ে। শিগগিরই আমরা আবারও তা শুরু করতে যাচ্ছি।’

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, ‘৬৪ জেলার ছোট নদী-খাল পুনঃখনন’ প্রকল্পের পরিচালক মো. আসাফুদ্দৌলা প্রমুখ।

প্রাথমিকভাবে সারাদেশে ৪৫ হাজার ৯৫টি অবৈধ স্থাপনার তালিকা নিয়ে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে উচ্ছেদ অভিযান ৫২ দশমিক ৭৮ শতাংশ অগ্রগতি হয়। অবশিষ্ট ২১ হাজার ২৯৩টি স্থাপনা দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম ফের শুরু করতে যাচ্ছে মন্ত্রণালয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English