বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, গ্রেফতার ৭

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৫৬ জন নিউজটি পড়েছেন

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৭ জনকে গ্রেফতার করেছে বিজিবি। গতকাল সোমবার রাতে সীমান্তবর্তী গ্রাম জীবননগরপাড়া ও পিপুলবাড়িয়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিজিবির খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান জানান, সোমবার সন্ধ্যার পর শামন্তা বিওপির আওতাধীন জীবননগরপাড়া থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় জীবননগর পাড়ার রেজাউল করিমের স্ত্রী সাবানা খাতুন (৩০) ও নড়াইল সদর উপজেলার বাঁশ গ্রামের সাইদুর রহমানের ছেলে মো. শাহিনকে (২৬) গ্রেফতার করে বিজিবির টহল দল।

একই দিন রাত ১০ টার দিকে কুসুমপুর বিওপি’র এলাকাধিন পিপুলবাড়িয়া মাঠ থেকে অবৈধভাবে ভারতে যাওয়া সময় কুমিল্লা জেলার মেঘনা উপজেলার দুর্গাপুর গ্রামের মনা দাশের ছেলে হারাধন দাশ (২৫) ও লক্ষণ দাশের ছেলে নিতাই দাশ, ভোলার দৌলতখান উপজেলার জয়নগর গ্রামের মো. সেলিমের ছেলে মো. শাহীন (২০), তাজুল বাদশার ছেলে মো. শবিফ ( ৩৫ ) এবং জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পাঁচবাড়ি গ্রামের চান মিয়ার ছেলে মো. বিপুল হোসেনকে (৩০) গ্রেফতার করে বিজিবি’র একটি টহল দল।

গ্রেফতারকৃতদের মহেশপুর থানায় সোপর্দ করে বিজিবি’র পক্ষ থেকে পাসপোর্ট আইনে মামলা দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English