শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

অভিনয় ছেড়েছেন তবুও শান্তি নেই অ্যানি খানের

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৫৮ জন নিউজটি পড়েছেন
অভিনয় ছেড়েছেন তবুও শান্তি নেই অ্যানি খানের

নাট্য অভিনেত্রী অ্যানি খান ধর্মের টানে অভিনয় ছেড়ে স্বামী-সংসার ও ব্যবসা নিয়ে সাধারণ জীবন যাপন করতে গিয়েও বিপাকে পড়েছেন। ক্রমাগত কটু কথা শুনতে হচ্ছে তাকে। ফেসবুকে তাকে নিয়ে একশ্রেণীর নোংড়ামো করছেন বলে দাবি তার।

কিছুদিন আগে অভিনেত্রী অ্যানি খানের একটি লাইভ ভিডিও শেয়ার করে সমালোচনা করেছেন নেটিজেনদের একজন। ক্যাপশনে অ্যানিকে নিয়ে বাজে মন্তব্যও করেছেন তিনি। এর আগে শোবিজ ছেড়ে দেওয়ার কারণে কটূ কথা শুনতে হয়েছিল তাকে। এসব নজরে এসেছে অ্যানির। নিজের ফেসবুকে পেজ থেকে লাইভে এসে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন সাবেক এ অভিনেত্রী।

ভিডিওতে অ্যানি বলেন, ‘আমি আসলে কারো দাওয়াতে ইসলামের পথে আসিনি। আমার কারণেই দ্বীনের পথে এসেছে। আমি দ্বীনের পথে কতটুকু থাকব, থাকব না সেটা আমার ইচ্ছা। আল্লাহ আমাকে কতটুকু হেদায়াত করেছেন সেটা আল্লাহ ভালো জানেন। আমি জান্নাতে যাব, নাকি জাহান্নামে যাব, সেটাও আল্লাহ নির্ধারিত।’

তিনি আরও বলেন, ‘আমি হাজার বার বলেছি আমি বিবাহিত। কত বড় স্টুপিড আপনারা! আমার ভিডিও আপনাদের পেজে শেয়ার দিয়ে বলছেন, আমাকে যেন কেউ বিয়ে করেন। আরে ভাই আমি বিবাহিত। আমার স্বামীর অনুমতি নিয়েই আমি ব্যবসা করি। আমি কী করে বাঁচব, কী করে মরব, আপনারা বলার কে?’

নেটিজেনদের অনেকে অ্যানির পরিবর্তন নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের উদ্দেশ্যে সাবেক এ অভিনেত্রী বলেন, ‘আমি হিপোক্রেট না। পৃথিবীর কোথায় লেখা আছে আপনি কাউকে এভাবে অপমান করে কথা বলবেন? আপনার কান বরাবর চটকানা মারতে ইচ্ছা করছে। আমরা জাহান্নামে যাব কি না সেটা নিয়ে আপনাদের ভাবতে হবে না। ভাই এতো টেনশন কইরেন না, পারলে দোয়া করবেন। বলছি না সবার মধ্যে, কিন্তু বেশিভাগ মানুষ আপনারা হিপোক্রেট।’

অ্যানি খানের মিডিয়ায় যাত্রা শিশুশিল্পী হিসেবে । প্রায় দুই যুগ মিডিয়া কাজ করেছেন তিনি। অবশেষ গত বছর ফেসবুকে এক ঘোষণার মাধ্যমে মিডিয়াকে বিদায় জানান এ অভিনেত্রী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English