রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

অভিনয়ে ফিরছেন হাসান মাসুদ

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৪৮ জন নিউজটি পড়েছেন

অনেকদিন পর অভিনয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক নাটক ‘হিট’ দিয়ে ফিরছেন তিনি। আগামী ১ নভেম্বর থেকে এর শুটিং শুরু হবে।

‘হিট’ নাটকে থাকছেন একঝাঁক তারকা। নানা কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন এই অভিনেতা।

রাজের ‘মাইক’, ‘গ্র্যাজুয়েট’, ‘চিরকুমার সংঘ’ নাটকগুলোতে হাসান মাসুদের অভিনয় এখনও দর্শকদের মন কেড়েছে।

মোস্তফা কামাল রাজ বলেন, আমার এটি ১৩তম ধারাবাহিক। আশা করি, এবারের গল্পেও দর্শকরা তাদের দৈনন্দিন জীবনযাত্রার প্রতিচ্ছবি খুঁজে পাবেন। নাটকটি রচনা করছেন মারুফ রেহমান।

তিনি জানান, ‘হিট’ প্রচার হবে বাংলাভিশনে। এছাড়া প্রতিটি পর্ব প্রকাশ হবে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে।

ধারাবাহিকটিতে আরও অভিনয় করবেন সাজু খাদেম, আশনা হাবিব ভাবনা, সুমাইয়া আনজুম মিথিলা, নীলাঞ্জনা নীল, মো. আবুবকর রোকন প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English