বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

অভিযোগ গঠন শুনানি ৫ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ১৫৭ জন নিউজটি পড়েছেন
সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি বাতিল

দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৫ সেপ্টেম্বর। গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালত এ তারিখ ধার্র্য করেন। মামলা দু’টি খালেদা জিয়ার ‘ভুয়া জন্মদিন পালন’ এবং ‘মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করা’র অভিযোগে দায়ের করা হয়েছিলো। করোনাভাইরাস সংক্রমণের কারণে আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকায় এই মামলার অভিযোগ গঠন হয়নি। আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ায় আদালত অভিযোগ গঠন শুনানির জন্য নতুন এ দিন ধার্য করেন। আদালতের পেশকার শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত: ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ঢাকা মহানগর হাকিম আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া জন্মদিন পালন মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, খালেদা জিয়ার একাধিক জন্মদিন পালনের সংবাদ ১৯৯৭ সালের ১৯ ও ২২ আগস্ট দু’টি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়।
আরেক মামলার অভিযোগে বলা হয়, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচিত হয়ে সরকারের দায়িত্ব গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসন। তিনি (খালেদা জিয়া) রাজাকার-আলবদর নেতাকর্মীদের মন্ত্রী-এমপি বানিয়ে তাদের বাড়ি-গাড়িতে স্বাধীন বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা তুলে দেন। ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির এই মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English