রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

অর্থাভাবে মর্গে পড়ে আছে অভিনেত্রী মিনু মমতাজের লাশ, বিল মওকুফের সিদ্ধান্ত হাসপাতালের

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮ জন নিউজটি পড়েছেন

করোনার থাবায় শিল্পাঙ্গনের অনেককেই হারাতে হয়েছে আমাদের। তারই ধারাবাহিকতায় আরো একটি নাম, আরো এক গুণীজন অভিনেত্রী মিনু মমতাজ। অনেক দিন থেকে কিডনি এবং চোখের সমস্যায় ভুগছিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। অবশেষে করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুর ১টায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কিন্তু মৃত্যুর এ হাহাকারের গল্প এখানেই যেন শেষ নয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, জয়নব হাবিব ওরফে মিনু মমতাজ দুপুরে মারা গেলেও তার মরদেহ পড়ে আছে হাসপাতাল মর্গে। কারণ হিসেবে জানা গেল প্রায় ৩ লাখ টাকা বিল বাকি আছে হাসপাতালে। বিল পরিশোধ করতে হবে শুনেই তার সন্তানরা কেউ আসছেন না। এ অবস্থায় তার সন্তানের একটি নম্বরে একাধিকবার ফোন করেও ফোন বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, অভিনেত্রী মিনু মমতাজকে চিকিৎসার জন্য গত বছর ৫ লাখ টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে হাসপাতালটির কাস্টমার কেয়ার থেকে মনিরুজ্জামান বলেন, ‘গত ৪ সেপ্টেম্বর উনাকে হাসপাতালে করোনা সন্দেহে ভর্তি করা হয়। টেস্ট করা হলে করোনা পজিটিভ আসে। এরপর তাকে করোনা ইউনিটে বিশেষ চিকিৎসা দেয়া হয়েছে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। চিকিৎসা বাবদ মোটা অংকের বিল বাকি। সেটা পরিশোধ করা নিয়ে ঝামেলা হচ্ছে। বিষয়টা বেদনাদায়ক।’

এদিকে এখন পর্যন্ত শোবিজসংশ্লিষ্ট কোনো সংগঠনও যোগাযোগ করেনি এ অভিনেত্রীর ব্যাপারে খোঁজ নিতে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আত্মীয়স্বজনরা যোগাযোগ করেছেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষও বিল কাটছাঁট করে মিনু মমতাজের মরদেহ আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English